নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ১১ই এপ্রিল ২০১৮ইং রোজ বুধবার স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সভাপতি, কুয়েতে এনটিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটির সাংবাদিক নেতৃবৃন্দরা।
সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন অবকাশকালীন ছুটিতে দেশে যাওয়া উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ও বাংলাদেশ ট্রাভেলস কুয়েতের এর সার্বিক সহযোগিতায় এ সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, কুয়েতে আরটিভির প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বাংলা-টিভি কুয়েত প্রতিনিধি আ,হ,জুবেদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাভেলস কুয়েতের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হাওলাদার, সময় টিভির কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান, সাংবাদিক নাসের উদ্দিন খোকন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক, কুয়েতে মাইটিভির প্রতিনিধি আল-আমিন রানা, সুরমা পারের কথা পত্রিকার সম্পাদক এস,এম,আব্দুল আহাদ, সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি কুয়েতের সাবেক আহ্বায়ক মুরাদুজ্জামান চৌধুরী।
আলোচনা সভায় নেতৃবৃন্দরা সংবর্ধিত অতিথি বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সভাপতি, কুয়েতে এনটিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের অবকাশকালীন ছুটিতে স্বদেশে শান্তি ও নিরাপদ যাত্রা কামনা করেন।