কুয়েত সিটি প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুয়েত কতৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত সিটির জেইন ওয়াতানিয়া রেস্টুরেন্ট এর বল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত’র ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুল আলম । আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত এর বিপ্লবী সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন এর উপস্থাপনায় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি আতাউল গণী মামুন।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ কুয়েত এর সাধারণ সম্পাদক ফয়েজ কামাল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ কুয়েত এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগ কুয়েত এর আহব্বায়ক ইমাম উদ্দিন বাদল, আওয়ামী প্রজন্ম লীগ কুয়েতের সভাপতি মঈনুল আল ইসলাম। জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত এর সাংগঠনিক সম্পাদক রাসুল আহমেদ রাসেল, সহ- সভাপতি আবু তাহের, যুগ্ম- সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সহ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি ও সকল শাখা কমিটির নেতৃবৃন্দ। আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি ও শাখা কমিটি’র বক্তারা সকলেই জাতির পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তারা বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন তাদের বক্তব্যের মাধমে। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী প্রজন্ম লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক ও ব্যবসায়ীক সংগঠণের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।