আ হ জুবেদঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি কুয়েত আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছে কুয়েত প্রবাসী বাঞ্ছারামপুরবাসী।
রোববার (৮ই ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কুয়েত সিটির কুয়েত প্লাজা হোটেলে মির্জা সুহেলের সভাপতিত্বে ও মাঈন উদ্দিন মইনের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর দুই আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী, কুয়েত আওয়ামীলীগের সভাপতি আতাউল গনি মামুন,রফিকুল ইসলাম আবুল।
বক্তব্য রাখেন, ফয়েজ কামাল, রফিকুল ইসলাম ভুলু, হাজী মাহমুদ আলী, এস এম জাহাঙ্গীরসহ অনেকে।
প্রবাসী বক্তারা বর্তমান কুয়েতের আকামা ও ভিসা জটিলতাসহ ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন।
সংবর্ধিত প্রধান অতিথি তার নির্বাচনী বাঞ্চারামপুর এলাকার প্রবাসীদের উদ্যোগে এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বিদেশ থেকে আপনাদের প্রেরিত অর্থে বাংলাদেশের অর্থনৈতিক ভীত শক্তিশালী হচ্ছে।
তিনি আরো বলেন, সকলের ঐক্য প্রচেষ্টার মাধ্যমে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ।
প্রবাসী সংগঠকদের উদ্দেশ্যে অতিথি সাংসদ বলেন, প্রবাসে সকল দ্বিধা, দ্বন্দ্ব ও প্রতিহিংসা ভুলে গিয়ে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করুন, এতে যেমন নিজের জন্য মঙ্গল; ঠিক তেমনই দেশের জন্যও মঙ্গল।