নিজস্ব প্রতিবেদকঃ কুয়েতে মৃত্যুর মিছিলে এবার যোগ হলেন ষাট বছর বয়সী আবুল কাশেম নামে এক প্রবাসী বাংলাদেশী ।
সদ্য নিহত প্রবাসী আবুল কাশেমের বাড়ি- জেলা কুমিল্লা , থানা চৌদ্দগ্রাম , ইউনিয়ন গুণবতী ও গ্রাম ভুধড়া।
কুয়েতে কাদিসিয়া এলাকার কো- অপোরেটিভে দীর্ঘ ৮বছর ধরে কাজ করে আসছিলেন কাশেম।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২ঘটিকায় মোবারক আল কাবির হাসপাতালে কুয়েত প্রবাসী আবুল কাশেম হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
এর আগে আবুল কাশেম তার জাবরিয়াস্থ বাসায় বুধবার ভোর ৬টায় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে গেলে রোমে থাকা অন্যান্য সহপাঠীরা তাকে দ্রুত নিকটস্থ মোবারক আল-কাবির হাসপাতালে নিয়ে যান।
পরে ঐদিন বুধবার পুরো দিন এবং রাত অসুস্থ কাশেমকে ডাক্তাররা চিকিৎসা সেবা দিলেও কাশেমের শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে।
একপর্যায়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কাশেমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েতের মোবারক আল-কাবির হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানাগেছে, বর্তমানে কাশেমের মরদেহ মোবারক আল-কাবিরের মর্গে রাখা হয়েছে।
নিহত কাশেমের ভাগ্নে আবু তাহের অগ্রদৃষ্টিকে জানান, আবুল কাশেমের মরদেহ দেশে পাঠাতে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।