আ হ জুবেদঃ কুয়েতের ৬০০নং রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুরাদনগর থানার নগরপাড় গ্রামের নিহত রুহুল আমিন চৌধুরীর লাশের গোসল ও কাফন পড়ানো শেষে প্রথম জানাযার নামাজ কুয়েতের সুলাইবিয়া খাত ও দ্বিতীয় জানাযার নামাজ গতকাল ২৮ শে জুন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির সাবাহ হাসপাতালের হিমঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নিহত রুহুল আমিনের জানাযায় উপস্থিত ছিলেন, মেয়ে তাসলিমা ও তার স্বামী, ছোট ভাই ইয়াওর হুসেন, ভাগিনা হাসান কামাল, ভাই আবু তাহেরসহ নিহতের এলাকার কুয়েত প্রবাসীরা।
এদিকে কুয়েতে থাকা নিহতের আত্মীয় স্বজনরা জানিয়েছেন, কুয়েতে নিহত রুহুল আমিনের দুটি জানাযা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিহতের মরদেহ দেশে পাঠানো হয়েছে।
তাঁরা আরো জানিয়েছেন, বাংলাদেশে নিহতের আরো তিনটি জানাযা শেষে মুরাদনগর থানার নবিপুর গ্রামে নিহত রুহুল আমিনের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১শে জুন কুয়েতের ওয়াফরা এলাকার ৬০০নং রোডে রুহুল আমিন চৌধুরী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন।
রুহুল আমিন গাড়ি ড্রাইভিং অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে, চলন্ত গাড়িটি রাস্তার পাশে থাকা একটি লাইট পোস্টের সাথে ধাক্কা লাগে, আর তখনই রুহুল আমিন ঘটনাস্থলে প্রাণ হারান।