নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন দেশ থেকে নতুন ভিসায় আসা অভিবাসীরা কুয়েতের প্রাইভেট সেক্টরে কর্মরত এমন প্রবাসীদের ক্ষেত্রে ৩ বছরের মধ্যে আকামা ট্রান্সফারের সুযোগ এখন আর থাকছেনা।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানাগেছে, কুয়েত সরকারের জনশক্তি বিভাগ খুব শিগিরিই এ সিদ্ধান্তটি নিতে যাচ্ছে।
স্থানীয় জনশক্তি বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপটি নেয়ার ফলে ভিসা বিক্রি বা ভিসা দালালদের অপতৎপরতা রুখতে ও শ্রমিকদের অধিকার সুরক্ষা বিষয়ে নতুন এ নিয়মটি কার্যকরী ভূমিকা রাখবে।
বর্তমান নিয়মে ১ বছরের মধ্যে বা কুয়েত প্রবেশের পর ৬ মাসের মধ্যে ৩০০ (কুয়েতি দিনার) দিয়ে আকামা ট্রান্সফার করার নিয়ম রয়েছে, কিন্তু চলমান এই নিয়মটির পরিবর্তে কার্যকর হতে যাচ্ছে ৩ বছর পর আকামা ট্র্যান্সফার করা যাবে,তবে সে ক্ষেত্রে বিনা খরচে আকামা ট্রান্সফার করার সুযোগ থাকবে।
স্থানীয় জনশক্তি জানিয়েছে , নতুন এই নিয়ম চালুর ফলে প্রাইভেট সেক্টরের কোম্পানি গুলো বেশি লাভবান হবে।
স্থানীয় জনশক্তি আরো জানিয়েছে, কুয়েতে নামে বেনামে আত্মপ্রকাশ করা বিভিন্ন কোম্পানি যাতে করে ভিসা ব্যবসায় লিপ্ত না হয় এ বিষয়টি তারা নজরে রাখছেন।
উল্লেখ্য, বিভিন্ন কোম্পানি ২ বছরের চুক্তিতে শ্রমিকদের নিয়ে আসলেও একাধিক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, শ্রমিকরা কুয়েত আসার পর ছয় মাস যেতে না যেতেই তথাকথিত কোম্পানি শ্রমিকদেরকে অন্য কোম্পানিতে আকামা ট্রান্সফারে বাধ্য করে থাকে।
এমন আচরণে শুধুমাত্র সংশ্লিষ্ট কোম্পানি লাভবান হলেও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।