মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৮ই ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতির বাণী , প্রধানমন্ত্রীর বাণী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়য়ের সচিবের বাণী পাঠ করে শুনানো হয়।
অভিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েত দূতাবাসের কর্মকর্তা,কর্মচারীসহ দেশটিতে কর্মরত বাংলাদেশ কমিউনিটির সকল শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে বাংলাদেশে বেশি রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করার লক্ষ্যে কুয়েতের বাংলাদেশ দূতাবাস এবারই প্রথম তিনজন প্রবাসী বাংলাদেশিকে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা পত্র প্রদান করেছে। ওই তিন প্রবাসী চলতি বছরে সর্বাধিক রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করেছেন।
এদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন, জনতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল কাশেম (সি,আই,পি)।
-আ হ জুুুুবেদ