আ হ জুবেদঃ কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,জি) এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নেতাকর্মীরা।
বুধবার (১৪ই আগস্ট) স্থানীয় সময় বিকেল ২টায় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক ময়নুল আল ইসলাম, প্রধান উপদেষ্টা আকবর হুসেন, কাজী সফিক, সহ-সভাপতি সুরক মিয়া,জাবেদ, ক্রীড়া সম্পাদক তারমিম আলম, সাংবাদিক আ হ জুবেদসহ অনেকে।
সমাজকল্যাণ সংগঠন প্রবাসীদের সেবায় ও বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি, একথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, কুয়েতে ভালো কাজকর্ম করছেন, এমন প্রবাসীদের সংখ্যা খুবই কম। কাজেই আপনারা যারা ভালো অবস্থানে আছেন, আপনারা চেষ্টা করবেন ”আপনাদের চেয়ে যারা একটু বেশি কষ্টে আছেন, তাদেরকে সাহায্য ও সহযোগিতা করার জন্য”।
তিনি বলেন, বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা করার লক্ষ্যে কুয়েত দূতাবাস বিরামহীন কাজ করছে।
এরই মধ্যে কুয়েত দূতাবাস কর্তৃক অনলাইনে একটি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তিনি আরো বলেন, সম্প্রতি ওই নিবন্ধনের মাধ্যমে দূতাবাস নিশ্চিত হয়েছে যে, বাংলাদেশে আটকে পড়া প্রায় (১৪০০০) চৌদ্দ হাজার কুয়েত প্রবাসীদের মধ্যে ৫৬ ভাগ প্রবাসীদের আকামার মেয়াদ এখনো রয়েছে এবং ৪৪ ভাগ প্রবাসীদের আকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশে ছুটিতে আটকে পড়া যেসব প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হয়েছে, যদি শেষ পর্যন্ত তারা কুয়েত ফিরতে না পারেন, তাহলে অন্তত ওইসব প্রবাসীদের কিছু অধিকার নিয়ে দূতাবাস কাজ করবে।
এদিকে জালালাবাদ এ্যাসোসিয়েশন কুয়েতের নেতাকর্মীরা বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশে ও কুয়েতে তাদের সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়ে আসছেন।
জালালাবাদ এ্যাসোসিয়েশন কুয়েতের প্রবাসী সংগঠকরা রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, কুয়েতে তার মেয়াদ কালীন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে করা হবে।