নিজস্ব প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদ হত্যাকারীদের ফাঁসির দাবীতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর সিলেট কমিউনিটি,কুয়েত।
গত শনিবার ৮ সেপ্টেম্বর কুয়েত সিটির এক হোটেলে বিশিষ্ট সংগঠক আলহাজ্ব জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও সংগঠক আবুল হাসেম এনামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আয়োজক আঞ্চলিক কমিউনিটির নেতৃবৃন্দরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।
প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদ হত্যার প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সংগঠক মোঃ জুনেল আহমেদ, সংগঠক ও ব্যবসায়ী আকবর হুসেন, আতাউল গনি মামুন, শওকত হুসেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী,সাংবাদিক ও সংগঠক আব্দুর রউফ মাওলা ,আজাদ মেম্বার, আব্দুল আলিম,আশরাক আলি ফেরদৌস, প্রফেসর বিলাল আহমেদ ও কবি আব্দুর রহিম।
আহাদ হত্যার প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিশিষ্ট সংগঠক আতাউল মামুন গনি বলেন, আহাদ হত্যার পূর্বে ফেসবুকে আহাদকে নিয়ে যারা কুরুচিপূর্ণ লেখালেখি করেছেন, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিলনা।এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অহেতুক আহাদ বিদ্বেষী কটূক্তি ও লেখালেখি নিয়ে নানা দ্বন্দ্বই আহাদ হত্যার মূল কারণ বলে উল্লেখ করেন বিশিষ্ট এ সংগঠক।
আহাদ হত্যায় কুয়েত প্রবাসী সিলেটের আঞ্চলিক নেতৃবৃন্দরা ছাড়াও
কুয়েতে বসবাসরত বাংলাদেশী সকল শ্রেণী পেশার প্রবাসীরা গভীরভাবে শোকাহত।
শোকে কাতর বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা যেকোনো মূল্যে আহাদ হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রবাসী সংগঠক এম ডি সেলিম সদ্য প্রয়াত আহাদের স্মৃতিচারণ করতে গিয়ে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সকল শ্রেণী পেশার প্রবাসীদের সঙ্গে আহাদের সুসম্পর্কের কথা উল্লেখ করেন।
আহাদ হত্যায় প্রতিবাদী হয়ে ওঠা কুয়েত প্রবাসীরা অব্যাহতভাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে চলেছেন।
কুয়েত প্রবাসীদের একটিই দাবী আহাদ হত্যার হুকুমদাতা ও হত্যাকারী হিসেবে যারাই জড়িত, তারা হোক কুয়েত প্রবাসী কিংবা বাংলাদেশে বসবাসকারী, দ্রুত সেই ঘাতকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।