আ হ জুবেদঃ কুয়েতের সিকিউরিটি সোর্স উল্লেখ করেছে যে, প্রায় ত্রিশ হাজার প্রবাসীদের আকামা পহেলা সেপ্টেম্বর থেকে মেয়াদত্তীর্ণ হওয়ার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা ধর্না দিয়েছেন।
পহেলা সেপ্টেম্বর থেকে যাদের আকামার মেয়াদত্তীর্ণ হয়েছে, তাদেরকে প্রতিদিন দুই দিনার জরিমানা পরিশোধ করেই আকামা নবায়ন করতে হবে, যদি এসময়ের পূর্বে কোনো প্রবাসী আকামা নবায়ন না করে থাকেন।
যদিও এদের অনেকে এখনো ভাবছেন ৩০ই নভেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে সীমিত সময়ের আকামা রেসিডেন্সি সিস্টেমে রয়েছে।
এদিকে এ ধরনের সমস্যা সমাধানকল্পে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এরই মধ্যে প্রবাসীদের আকামা শেষ হওয়া কোম্পানির মালিকদের তলব করেছে।