আ হ জুবেদঃ কুয়েত জাতীয় বাস্কেটবল দলে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশী সালমান এবার যুক্তরাষ্ট্রের পথে।
কুয়েতের সুইচ গ্রুপ কোম্পানির সিইও মোহাম্মদ শামিম আহমেদের ছেলে সালমান আহমেদ আজ ১৯ শে জুন ২০১৮ইং রোজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট নং 0771এ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
১৭বছর বয়সী সালমান আহমেদ, ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।
লেখাপড়ায় যেমন অসাধারণ প্রতিভাবান , ঠিক তেমনই ক্রীড়া জগতেও রয়েছে বেশ দাপট এ উদীয়মান তরুণ সালমানের। ফলে কুয়েতের বাস্কেটবল জগতে সালমানের রয়েছে অনেক সুখ্যাতি।
কুয়েতে সালমান আহমেদ একজন বাংলাদেশী বাস্কেটবল খেলোয়াড় এর নাম, বিদেশ থেকে, বাংলাদেশের সুনাম যারা বিশ্বের বুকে তুলে ধরছেন, সালমান আহমেদ তাদের মতই একজন।
সালমানের জন্ম আরব বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী, উন্নত ও সমৃদ্ধশালী দেশ কুয়েতে।
কুয়েতে জন্ম নেয়া সালমান লেখাপড়ায় যেমন মা-বাবার প্রত্যাশা পূরণে অনেক দূর এগিয়েছেন, ঠিক তেমনি কুয়েত জাতীয় বাস্কেটবল দলেও ধারাবাহিক ভাবে কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এবার সালমান বাস্কেটবল খেলা কেন্দ্রিক এক সফরে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন।
উল্লেখ্য, সালমান – সামির দুই ভাই ও মা-বাবা নিয়ে ৪জনের এ পরিবার কুয়েতের জিলিব আল সুয়েখে বসবাস করছেন।