বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে, সুস্থতা লাভ করেছেন ৫জন ও সংকটপূর্ণ ৪জন।
এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট (১০৫), খাইরান রেসর্ট (৫৮০) ও আল-কুত বিচ্ হোটেলে (১৪৬), সর্বমোট ৮৩১ জনকে কোরেন্টাইনে রাখা হয়েছে।