আল-আমিন রানা, বিশেষ প্রতিনিধি: কুয়েতস্থ মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি.পিএসসি (অবঃ) কে ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সময়ের সাহসী সংবাদ পত্র নতুন ধারার জাতীয় পত্রিকা দৈনিক ইয়াদ’র সম্পাদাক তোফাজ্জল হোসেন এর “কারাগারের বিচিত্র জীবন” বইটি দৈনিক ইয়াদ পত্রিকার কুয়েত প্রতিনিধি আল আমিন রানা এক সৌজন্য সাক্ষাতে গ্রন্থটি তার হাতে তুলে দেন গতকাল সোমবার।
সে সময় মান্যবর রাষ্ট্রদূত বইটির ভূয়াসী প্রশংসা করে বলেন “ কারাগারের বিচিত্র জীবন ” গ্রন্থটি সত্যিই কারা জীবনের নানা বিষয় নিয়ে লেখক বইটি পাঠকদের উদ্দ্যেশে নতুন ধারার রচনা করেছেন। আশা করি বইটি পাঠকমহলে সমাদৃত হবে।
সম্প্রতি লেখক তোফাজ্জল হোসেন সাহসী সাংবাদিকতা করতে গিয়ে বারবার রাজনৈতিক অপশক্তি, অবৈধ সেনাশাসক ও স্বৈরাচারী সরকারের রোষানলে পতিত হন। এজন্য তিনি বারবার কারানির্যাতনের শিকার হন। লেখক তার কারাগারের বিচিত্র বইটি কেন লিখেছিলেন জানতে চাইলে তার ভূমিকায় বলেন- এর জন্য সহজ উত্তর হলো, কেউ অপরাধ করে আবার কেউ অপরাধ না করে কারাগারে যেতে বাধ্য হয়। এটা আমাদের সমাজ ব্যবস্থায় বাস্তবতা। যতদিন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত নিরপরাধ মানুষকে কারাগারে যেতে হবে। সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কারাগাগুলিতে যেহেতু মানুষ থাকে, তারা যাতে অন্তত মানবিক মৌলিক অধিকারগুলি নিয়ে থাকতে পারে ,এইজন্য একটি উপায় যদি আমরা সবাই মিলে বের করতে পারি,এই চিন্তা থেকেই এই বইটি রচনা।
সম্প্রতি সময়ের সাহসী সংবাদ পত্র নতুন ধারার জাতীয় পত্রিকা দৈনিক ইয়াদ’র ২৬ বর্ষ পূর্তিতে কুয়েতে আনন্দ উৎসব ও আলোচনা সভায় ২৯শে মে ২০১৫ইং কুয়েত সিটির গুলশান হোটেলে দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লেখক সাংবাদিক তোফাজ্জল হোসেন’র “কারাগারের বিচিত্র জীবন” বইয়ের মোড়ক উম্মোচন আয়োজন করেন দৈনিক ইয়াদ পরিবার কুয়েত। “কারাগারের বিচিত্র জীবন” বইয়ের মোড়ক উম্মোচন করছেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কাউন্সিলার ও দূতালয় প্রধান এস.এম মাহাবুবুল আলম,বিমান বাংলাদেশ এয়ার লাইন্স কুয়েত,কান্ট্রি ম্যাজার দিবাকর দেওয়ানজী আল-তুয়েক ইন্টারন্যাশাল কোম্পানীর অপারেশন ম্যানাজার মোজাম্মেল হক তারেক,,সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী ও দৈনিক ইয়াদ কুয়েত প্রতিনিধি আল আমিন রানা।