‘উচ্চ পর্যায়ে’ খেলা কুয়েতের বিপক্ষে দলগত খেলে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে চায় বাংলাদেশ। ঈদের দিন ইতিবাচক মনোভাবে থাকা দল মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে, বলছেন সেন্টার ব্যাক তপু বর্মণ।
দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাইট ব্যাক রহমত মিয়া জানাচ্ছেন, বাংলাদেশ দলের সকল খেলোয়াড় সুস্থ আছেন, সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পুরো দল জিম সেশন ও রিকভারির পর ফুরফুরে মেজাজে রয়েছে। সেমির খেলা শনিবার দুপুর ৩টা ৩০ মিনিটে।
বসুন্ধরা কিংসে খেলা তপু প্রতিপক্ষ কুয়েত নিয়ে বলেছেন, ‘আমরা যেভাবে এবারের সাফে শুরু করেছি, সেটা ইতিবাচক এবং আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের যে লক্ষ্য সেমিফাইনাল, তাতে আমরা পৌঁছেছি। সেমিফাইনালের ম্যাচে এবারের সাফে যে দলগুলো আছে, তারমধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কুয়েত, তাদের বিপক্ষে খেলতে হবে, এটা আমরা জানি। আমরা প্রস্তুত এবং আমাদের যে আত্মবিশ্বাসী অবস্থানে আমরা আছি, এটা ইতিবাচক। মানসিক ও শারীরিকভাবে আমরা প্রস্তুত।’
বিপিএলের বর্তমান আসরের চ্যাম্পিয়ন তারকা ম্যাচের গুরুত্ব নিয়ে বললেন, ‘আমরা সেমিফাইনালে কুয়েতের সাথে যে ম্যাচ খেলব, এটা আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা যদি ভালো একটা ফল করতে পারি সেমিফাইনালে, তাহলে তো আমরা ফাইনালে পৌঁছাব। অবশ্যই আমরা প্রস্তুত।’
দলের বর্তমান অবস্থা নিয়ে আবাহনী লিমিটেডে খেলা রহমত মিয়া বললেন, ‘আমাদের সব খেলোয়াড় সুস্থ আছেন। আমরা যেহেতু সেমিফাইনালে পৌঁছেছি, আমাদের হাতে একটা দিন সময় আছে। আজকে ঈদ ছিল, আমরা সকালে নামাজ পড়ে এসেছি, এখন সবাই রিকভারি সেশন করছি। কালকের আসল অনুশীলনের জন্য আজকের দিনটা রিকভারি করার জন্য গুরুত্বপূর্ণ।’
প্রতিপক্ষ হিসেবে কুয়েত দল শক্তিশালী। রহমতের ভাষ্য, ‘অবশ্যই কুয়েত একটি ভালো দল, যেহেতু তারা উচ্চ পর্যায়ে খেলে। আমাদের দৃষ্টি থাকবে আমরা টিম হিসেবে খেলে যতটা কঠিন করা যায় কুয়েতের জন্য, আমরা ততটা চেষ্টা করব। আমরা চেষ্টা করব গোল হজম না করে যাতে গোল করে পয়েন্ট নিতে পারি, সেদিকে খেয়াল রাখব।’
‘আমাদের পরের মিশন ফাইনালে যাওয়া, ‘ফাইনালে যেতে হলে প্রথমে সেমিফাইনাল টপকাতে হবে। তা টপকানোর জন্য আমরা তৈরি হচ্ছি। দেশবাসীর যেমন আমাদের প্রতি দোয়া ভালোবাসা আছে, আমার মনে হয় সেরকম আমাদের খেলোয়াড়রাও সেভাবে তৈরি আছে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবো।’
সূত্র, চ্যানেল আই অনলাইন