আ,হ,জুবেদঃ দীর্ঘ ৪৬ বছর পরে হলেও জাতিসংঘের মতো বিশ্বসংস্থার এ সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। এর ফলে বাঙালির ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সৃষ্টির প্রণোদনাময়ী ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বব্যাপী মানবজাতির মূল্যবান ও ঐতিহ্যপূর্ণ সম্পদ হিসেবে স্বীকৃত ও গৃহীত হয়েছে।
গতকাল ৭ই মার্চের উপর মূল্যবান বক্তব্য দিতে গিয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম আবুল কালাম এসব কথা বলেন।
গতকাল যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দুতাবাস,কুয়েতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়।
ফরিদ উদ্দিনের কোরান তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম আবুল কালামের সভাপতিত্বে ও আনিসুজ্জামানের পরিচালনায় মাননীয় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এটাসী ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগীরুল ইসলাম,মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দুতালয় প্রধান আনিসুজ্জামান।
এসময় ঐতিহাসিক ৭ই মার্চের উপর বিভিন্ন সংগঠনের কুয়েত প্রবাসী বাংলাদেশীরা বক্তব্য রাখেন্।