কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান বলেছেন, তিনি জানতে পেরেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের মুদ্রা (দিনারকে) হেয় বা অপমান করে ৪ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা একটি ভিডিও ভাইরাল করেছিলেন এবং অবশেষে ওই ৪ বাংলাদেশিকে কুয়েতের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
স্থানীয় দৈনিক আল-রাই পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে রাষ্ট্রদূত এ কথা জানান।
দৈনিক ওই পত্রিকাকে তিনি আরো জানান, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদেরকে স্থানীয় আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়ে আসছে।
একই সঙ্গে দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিদেশে দেশের ভাবমূর্তি ও মর্যাদা উজ্জ্বল করতে আরও উদ্যোগী হওয়ার জন্য প্রবাসীদের পরামর্শ দিয়ে আসছেন।
এছাড়াও রাষ্ট্রদূত বলেন, কুয়েতের আইনে ওই ৪ বাংলাদেশি মুক্তি পেলেও বাংলাদেশ দূতাবাস ওদেরকে কুয়েত থেকে বিতাড়িত করতে কাজ করবে।
এর কারণ হিসেবে রাষ্ট্রদূত বলেন, ওদের অপ্রত্যাশিত ও নিন্দনীয় কর্মকান্ডের ফলে বাংলাদেশীরা অপমান বোধ করছেন।
কুয়েতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
অতএব, এ ধরনের ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোন নেতিবাচক প্রভাব পড়বেনা বলে মনে করছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি নাচের ভিডিও দেখে চার প্রবাসী বাংলাদেশিকে খুঁজছিল কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
ওই চার বাংলাদেশির বিরুদ্ধে ‘অশ্লীল নাচ’ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়েছিল।
বুধবার (২ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার বাংলাদেশির সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অবশেষে ‘অশ্লীল নাচ’ এর সঙ্গে সংশ্লিষ্ট ওই চার বাংলাদেশিকে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানায় স্থানীয় আরবি দৈনিক আল-রাই ও ইংরেজি দৈনিক দ্যা টাইমস।
?️আ হ জুবেদ