কুয়েতের নামা চ্যারিটি বৃহস্পতিবার বাংলাদেশের কক্সবাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রায় ৭০০০ হাজার লোকদের জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছে।
কুয়েতের নিউজ এজেন্সিকে (কুনা) দেওয়া এক বিবৃতিতে, নামা চ্যারিটির রিলিফ এইড প্রধান খালেদ আল-শামারি একথা জানান।
তিনি বলেন যে, অগ্নিকাণ্ডে সৃষ্ট মর্মান্তিক পরিস্থিতির কারণে ওই এলাকায় ত্রাণ সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল, কাজেই ত্রাণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজার। ইউনিসেফের একটি প্রতিবেদন অনুযায়ী ওখানে প্রায় এক মিলিয়ন মানুষের আশ্রয় স্থল, যার মধ্যে ৪৯০ জন শিশু।
ত্রাণ প্রদানের লক্ষ্য অগ্নিপীড়িত শিবিরের বাসিন্দাদের দুর্ভোগ কমানো। একথা উল্লেখ করে আল-শামারি বলেন যে, ওখানে খাদ্য সরবরাহ করা হয়েছে যথাক্রমে, পানির বোতল, পোশাক, কম্বল এবং মৌলিক চাহিদা মেটানোর জন্য ইত্যাদি।
আল-শামারি সেখানকার বর্তমান পরিস্থিতিকে ‘দুঃখজনক’ উল্লেখ করার পাশাপাশি যাদের বাসস্থান ও খাদ্যসহ জীবনের মৌলিক চাহিদার তীব্র ঘাটতি এবং স্বাস্থ্যকেন্দ্র ও ওষুধের অভাবে রোগ ও অপুষ্টির বিস্তার ঘটেছে, তাদের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দুই বছর আগে বিশাল এক দাবানলে কমপক্ষে ১৫ জন রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছিল এবং ১০ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়েছিল। এই মাসের ৫ মার্চ আরেকটি অগ্নিকাণ্ডে ১২ হাজার রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয়হীন হয়ে পড়ে। ফলে কুয়েতের ওই নামা চ্যারিটি এগিয়ে আসে ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষ্যে।
আ হ জুবেদ