নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব, কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) কুয়েত সিটির গুলশান হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব, কুয়েতের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় ও সভাপতি আমান উল্লাহ্ আমানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মুমিনুল ইসলাম মুন্না, ফেনি সমিতি কুয়েতের সভাপতি সম্পাদক ইমাম উদ্দিন বাদল, প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক মাসুদ করিম।
সদ্য প্রয়াত মোহাম্মদ জসিম উদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, ক্যাপ্টেন হানিফ সাগর, ভাইস ক্যাপ্টেন পারভেজ, সদস্য জসিম উদ্দিন, আলম,টিম ম্যানেজার ফয়েজ উল্লাহ্, আফজাল হোসেন ও সুমন।
শেষে মোহাম্মদ জসিম উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, কিছুদিন আগে স্বল্পকালীন ছুটিতে মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশে গেলে নিজ বাড়িতে তিনি আকস্মিক মৃত্যুবরণ করেন।