বিশেষ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে বিজয়ী আ হ ম লোটাস কামাল ও লক্ষ্মীপুর-২ আসন থেকে বিজয়ী মারাফি কুয়েতিয়া কোম্পানির সিইও বিশিষ্ট ব্যবসায়ী কাজী শহিদুল ইসলাম পাপুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট,কুয়েত।
গতকাল স্থানীয় সময় রাতে কুমিল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট,কুয়েত এর উদ্যোগে কুয়েত সিটির এক হোটেলে মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ এবাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আমিনুর রহমান আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট,কুয়েত এর আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এম ইয়াছিন, মীর হুসেন।
বক্তব্য রাখেন, মোহাম্মদ আতিক হাসান, মেহেদি, সুমন, মামুনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নেতৃবৃন্দরা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ৪টি দাবি তুলে ধরেন যথাক্রমে, ১/ কুমিল্লায় একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট চালু ২/ পাসপোর্টের মেয়াদ চলমান ৫ বছর থেকে ১০ বছর করা ৩/ প্রবাসী আইডেন্টিফিকেশন ও এবং ফ্যাসিলিটি (FAI) কার্ডের প্রবর্তন করা ও ৪/ প্রবাস ফেরত সকল নাগরিকদের জন্য কর্মসংস্থান ও ভাতার ব্যবস্থা করা।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।