আকবর হুসেন, কাতার থেকেঃ কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে মোট দুইজন বাংলাদেশি মারা গেলেন।
দেশটিতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মারা যান দ্বিতীয় বাংলাদেশি।
মৃত ব্যক্তির নাম আবুল কাসেম, তার গ্রামের বাড়ি গাজীপুর জেলায়, কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশী হওয়ায়, আতংক ছড়িয়েছে প্রবাসীদের মাঝে।
কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩৫ জন। শুধু বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪জন। মৃত ব্যক্তির কোন ছবি এখনো প্রকাশ করেনি কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট।
এর আগে কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দিলীপ কুমার দেব নামে প্রথম বাংলাদেশি। তার বাড়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে।