আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর বিরাটনগরে অবস্থিত ভারতীয় দূতাবাসের অস্থায়ী কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, এ বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কনস্যুলেটের দেয়ালে একটি গর্ত তৈরি হয়েছে। বিস্ফোরণের সময় কার্যালয়টিতে কেউ ছিলেন না। নেপাল পুলিশ ইতোমধ্যেই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
দেশটির স্থানীয় মোরংগ থানার এসপি অরুণ কুমার বিসি জানান, বোমা বিস্ফোরণটি রাতে একটি খোলা জায়গায় হয়েছে। স্থানীয় এক রাজনৈতিক দল ওখানে অবরোধের ঘোষণা দিয়েছিল। ধারণা করা হচ্ছে এরই ধারাবাহিকতায় হামলাটি হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে নেপালে ও ভারতের বিহার রাজ্যের উত্তরাঞ্চলে বন্যার সময় অস্থায়ী এ কার্যালয়টি স্থাপন করেছিল ভারত। তারপর থেকেই এ কার্যলয়টি চালু আছে। বিরাটনগর নেপালের শিল্প রাজধানী বলে পরিচিত। এটি ভারতের বিহারের সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত।