আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় একটি নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। সোমবার কলম্বিয়ার কেন্দ্রীয় অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
কর্মকর্তারা জানিয়েছেন, ব্রিজ ধসে পড়ার ঘটনায় চারজন আহত হয়েছে এবং আরও দু’জন নিখোঁজ রয়েছে। মেটা এলাকার বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার পরিচালক জর্জ দিয়াজ জানিয়েছেন, ব্রিজ ধসে হতাহতরা নির্মাণ শ্রমিক ছিল। তারা ব্রিজ ধসে পড়ার কারণে ২৮০ মিটার নিচে পড়ে যান। দুর্ঘটনার সময় ব্রিজটিতে ২০ জন শ্রমিক কাজ করছিলেন।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।