আ হ জুবেদঃ বাংলাদেশসহ ১০ টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে করােনভাইরাস মুক্ত এই মর্মে মেডিক্যাল সনদ দেখানাের জারি করা নতুন নিয়ম বাতিল করেছে। দেশটির মন্ত্রীপরিষদ ।
শুধু তাই নয় করােনাভাইরাস প্রতিরােধে গঠিত মন্ত্রীপরিষদ কমিটির সঙ্গে পরামর্শ না করে করােনভাইরাস সংক্রান্ত এ জাতীয় যে কোনও সিদ্ধান্ত নিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল সাবাহের সভাপতিত্বে অনুষ্ঠিত কুয়েতের মন্ত্রীপরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্বাস্থ্য মন্ত্রনালয়ের সমর্থনে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার নির্দেশনা জারি করে যে , আগামী ৮ মার্চ থেকে বাংলাদেশ , ভারত , ফিলিপিন্স , শ্রীলঙ্কা , মিশর , সিরিয়া , আজারবাইজান , তুরস্ক , জর্জিয়া ও লেবাননের নাগরিকদের তাদের দেশে থেকে করােনা – মুক্ত মর্মে মেডিকেল সনদ নিয়ে কুয়েতে আসতে হবে । সার্টিফিকেট ছাড়া যারা কুয়েতে প্রবেশের চেষ্টা করবেন , তাদেরকে ফিরতি ফ্লাইটে দেশে পাঠিয়ে দেয়া হবে ।
মন্ত্রী পরিষদের এই বিশেষ অধিবেশনে বিমান পরিবহন জেনারেল প্রশাসন কর্তৃক জারি করা সার্কুলার নিয়ে বিস্তারিত আলােচনা হয় । সর্বসম্মতিক্রমে মন্ত্রী পরিষদ নিয়মটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং কর্তৃপক্ষকে বিকল্প প্রক্রিয়া খোঁজার নির্দেশ দেয় যাতে নিশ্চিত হয় যে কুয়েতে আগত ভ্রমণকারীরা যত তাড়াতাড়ি সম্ভব করােনভাইরাস থেকে মুক্ত থাকবেন ।
মন্ত্রিপরিষদ মারাত্মক এই রােগের বিস্তার নিয়ে লড়াইকারি কর্তৃপক্ষকে দেশে “ জনগণের করােনভাইরাস মুক্ত থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ব্যবহারিক বিকল্প নিয়ে আসতে বলেছে । ” মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ মিলিয়ন সার্জিক্যাল মাস্ক আমদানি করতে এবং নাগরিক ও প্রবাসীদের প্রতি ১০০ টি ফাইল দামে সমবায় ও ফার্মাসিতে বিক্রয় করতে বলেছে । কুয়েত সরকারের সিদ্ধান্তটি বেশ কয়েকটি দেশের প্রতিবাদের পরে স্পষ্টতই হয়ে ওঠেছিল যে , এই নিয়ম প্রয়ােগ করা কঠিন । গতকাল বাংলাদেশ সিদ্ধান্ত জারি করে যে , তার দেশে প্রবেশে কুয়েতিদেরও । করােনাভাইরাস মুক্ত মর্মে সনদ থাকতে হবে ।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রনালয়ের সবশেষ তথ্য অনুযায়ী , কুয়েতে করােনভাইরাসআক্রান্তের সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে ।
সুখবর হল , দেশটিতে করােনা – আক্রান্ত প্রথম রােগী পুরােপুরি সুস্থ হয়ে ওঠেছেন এবং তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে । তিনি একজন ৩৪ বছর বয়েসী কুয়েতি নাগরিক ।
কুয়েতে এ পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী করোনাভাইরাস রোগে আক্রান্ত হননি এ কথা উল্লেখ করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগ প্রতিরোধে কুয়েত সরকারের বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপের ফলে দেশটির অভ্যন্তরে ছড়িয়ে পড়েনি এ ভাইরাসটি।
শুধুমাত্র ইরান থেকে আসা ফ্লাইটে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ধরা পড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে।
কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদেরকে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকার পরামর্শের পাশাপাশি যেকোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলেন রাষ্ট্রদূত।