আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়াতে সরকারি কর্মচারীরা কম্পিউটার রোগে আক্রান্ত হয়েছেন। একবার যদি কম্পিউটারে বসে তবে উঠতে চায় না কেউ। কম্পিউটারের প্রতি আসক্তি কমাতে দেশটি রাত ৮টার পর কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারে ইচ্ছা, কর্মচারীরা যাতে সময়মত কাজ শেষ করে বাড়ি যায়। এ কারণে সরকার কর্মচারীদের সব কম্পিউটার রাত ৮টার মধ্যে বন্ধ করে দেবে। আগামী ৩০ মার্চ থেকে সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এরপর দ্বিতীয় দফায় কম্পিউটার বন্ধ করা হবে। সেটি সন্ধ্যা ৭টা ৩০ করা হবে। সেটি চালু হবে আগামী এপ্রিল থেকে। এরপর তৃতীয় দফায় কম্পিউটার বন্ধ করা হবে। তখন ৭টায় বন্ধ করা হবে। এটি চালু হবে মে মাস থেকে। এভাবে দফায় দফায় কম্পিউটার বন্ধ করে যন্ত্রটি থেকে আসক্তি কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সিউল প্রশাসন।
সরকার কর্মচারীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সবার সঙ্গে সময় কাটানোর জন্য কর্মচারীদের সময়মত অফিস ছেড়ে চলে যেতে হবে। কম্পিউটারে বসে কেউ ওভার টাইম করবে না। এমন আশা সরকারের। সূত্র : বিবিসি, এনডিটিভি