নিজস্ব প্রতিবেদকঃ কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুয়েতে প্রায় প্রতিদিনই প্রতিবাদ সভা, মানববন্ধন ও দোয়া মাহফিল দেশটির বিভিন্ন আঞ্চলিক শহরে অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৪ই সেপ্টেম্বর রোজ শুক্রবার কুয়েতের ফাহাহিল অঞ্চলে ফাহাহিল মহানগর আওয়ামীলীগ কর্তৃক আহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক ফাহাহিল শাখার সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ও মহিবুর রহমান মুজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফাহাহিল আঞ্চলিক শাখার সহ সভাপতি শামীম আহমেদ সবুজ,হারুন রশিদ অরুন, আওয়ামীলীগ নেতা হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক এ,এইচ,কে এনাম ফাহাহিল, ফাহাহিল যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন বিক্রমপুরি,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েতের সভাপতি, এস,এম,ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা মুমিনুল ইসলামসহ অনেকে।
সভায় বক্তারা আহাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ৩১শে আগস্ট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে জিন্দাবাজারের তাঁতিপাড়া গলির মুখে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদকে।