তার নাম মো. ইদ্রিছ (৪০)। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে। পিতা আহমদ জলিল।
প্রবাসীরা জানান, গত সপ্তাহে টানা বর্ষণের সময় সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহর ওয়াদি শামস এলাকায় মো. ইদ্রিছ পানির স্রোতের তোড়ে ভেসে নিখোঁজ হন।
তার গাড়ি উল্টে অ্যারাবিয়ান গালফের বুকে ভেসে যাওয়ার ছয়দিন পর বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ওমান সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, এক বছর আগে ইদ্রিছ জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন। শনিবার নিজে গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় তার সাথে এক সহকর্মীও ছিলেন। পথে বৃষ্টির পানির স্রোতে গাড়িটি উল্টে ভেসে যাওয়ার সময় গাড়ি থেকে লাফিয়ে পড়েন ইদ্রিছ।
অন্যজনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও ইদ্রিছকে রক্ষা করা সম্ভব হয়নি। ছয় দিন নিখোঁজ থাকার পর আরব সাগরের ওমান সীমান্ত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
দেশে ইদ্রিছের স্ত্রী ও দুটি মেয়ে সন্তান রয়েছে।এর আগে তার আরেক ভাইও প্রবাসে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন।
সূত্র, বিডিনিউজ২৪.কম