আমার নাম হিংসা,
আমি বাড়ায় আগুন,
আমার নাম প্রেম
আমি আনি ফাগুন ।
মায়া বলে ” আমি
আছি সবার জন্য ” ,
মমতা বলে ” পরের
উপকারে আমি ধন্য ” ।
মানুষ কে বিপদে ফেলি
আমার নাম পাপ ,
পাপের শাস্তির জন্য
আমি আছি অভিশাপ ।
আমার নাম ভালোবাসা ,
আমি ভীষন সুকোমল,
আমার নাম ঝগড়া
আমি বাধায় গন্ডগোল ।
অনুশোচনা বলে ” আমি
ভীষন অনুতপ্ত মন ” ,
সব হারিয়ে আজ
খুঁজছি আপনজন ।
নাম যার দয়া, সবার
জন্য নিবেদিত তার মন ,
এই গুণে পর মানুষ টা
হয়ে যায় আপন ।
কেউ নয়তো দেবতা
সব মানুষই সাধারণ,
গুণের বিচারে মানুষ ,
হয়ে যায় অসাধারণ ।
আমরা সবাই মানুষ ,
দোষ গুণে ভরা ,
ভালোর আবেশে
পূণ্য হোক এই ধরা ।
ফারহানা মোবিন
লেখক, চিকিৎসক ও উপস্থাপিকা