সিলেট প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী সংগঠক, লেখক ও সংবাদকর্মী এস এম আব্দুল আহাদ হত্যাকাণ্ডের পর প্রায় ৮ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ৩ আসামি ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ফলে এনিয়ে দেশ-বিদেশের অগণিত মানুষদের মধ্যে লক্ষ্য করা গেছে এক ধরনের চাপা ক্ষোভ।
তবে এবার আহাদ হত্যাকাণ্ডের তদন্তকারী জনৈক এক কর্মকর্তা অগ্রদৃষ্টিকে জানিয়েছেন যে, অল্প কিছু দিনের মধ্যেই আহাদ হত্যার মূল পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা তথা হুকুমদাতাসহ আহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট ২০১৮ইং রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারে এস এম আব্দুল আহাদকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক এবং সুরমা পাড়ের কথা পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ৩ জন আসামি কারাগারে রয়েছে।