এম,এ,মান্নান ইউ.এ.ইঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাসের সেবার মান উন্নয়ন এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা করেছে। গত ১আগস্ট রবিবার আবুধাবী দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুবাইতে নিযুক্ত কনস্যাল জেনারেল সিকদার বদিরুজ্জামান।
সভায় র্বতমানে দেশের জঙ্গিবাদ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। দেশে অবস্থানরত প্রবাসীদের সন্তানদের খবরা-খবর রাখতে প্রবাসীদের অনুরোধ করেন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। দূতাবাসেও নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান তিনি। প্রবাসীরা বলেন জঙ্গি সংগঠনগুলো শুধু দেশের ক্ষতি করছে না তারা বড় ধরণের ক্ষতি করছেন পবিত্র ইসলাম ধর্মেরও। অন্যদিকে দূতাবাসে আগত প্রবাসীদের সেবার মান নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করেন প্রবাসীরা। প্রবাসীরা দূতাবাসে আগতের জন্য প্রচন্ড গরমের সময় পানির ব্যবস্থা করা, তথ্য প্রযুক্তির মাধ্যমে বাইরের টিভি স্ক্রীন লাগিয়ে সিরিয়াল নাম্বারসহ দূতাবাসের বিভিন্ন তথ্য উপাত্ত প্রবাসীদের জানানোর কথা উল্লেখ করেন প্রবাসীরা। অনুষ্টানে প্রবাসীরা শুধমাত্র ই-মেইলে নয় সকল প্রবাসীর মোবাইল নাম্বার সংগ্রহ করে এস এম এস এর মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া, দূতাবাসের নিজস্ব ওয়েব-সাইট চালু করা, দূতাবাসের লোকবল বাড়ানো, আমিরাতের সাতটি প্রদেশে দূতাবাসের অফিস খোলা সহ বিভিন্ন গুরত্বর্পূণ মতামত প্রদান করেন।
এছাড়াও আমিরাতে প্রায় র্দীঘ চার বছর যাবৎ বাংলাদেশের নতুন ভিসা এবং ভিসা ট্রান্সফার বন্ধ রয়েছে । কখন এই সমস্যার সমাধান হবে তা জানতে চেয়ে পপ্রশ্ন করেন প্রবাসীরা। এর কোন সঠিক উত্তর দিতে পারেনি রাষ্ট্রদূত। তবে রাষ্ট্রদূত ও কনস্যাল জেনারেল বলেন, আমবা যথাসাধ্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তাছাড়া ভিসা সংক্রান্ত এই সমস্যাটি সমাধানের জন্য প্রবাসীদের আরেকটু সচেতন হওয়ার পরার্মশ দেন তাঁরা।
তবে সাধারন প্রবাসী শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করলে মতবিনিময় সভা আরো সফল হতো বলে জানান প্রবাসী সাংবাদিকরা।
মতবিনিময় সভায় প্রবাসী ব্যবসায়ী, চাকুরীজীবি, শিক্ষাবিদ, কমিউনিটি নেতা, সাংবাদিক, দূতাবাসের র্কমর্কতা, র্কমচারীসহ বিভিন্ন র্পযায়ের প্রবাসীরা উপস্থিত ছিলেন।