এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর সিলেট বিভাগ প্রবাসী সমিতির উদ্যেগে বর্ষ বরণ উৎসব ১৪২৪ আয়োজন করা জয়। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার আবুধাবীর কর্ণেস পার্কে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য সচিব মির্জা ইমাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী সমিতির আহবায়ক মোঃ বিলাল উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঙ্গালী কমিউনিটি নেতা শহীদ উল্ল্যাহ শহীদ। বিশেষ অতিথি ছিলেন, দিদারুল আলম, নুরে আলম মানিক, মাসুদ চৌধুরী, বকুল আহমদ, ডঃ শামছুর রহমান, কবি মুসা।
বক্তব্য রাখেন, জাহাঙ্গীর খাঁন, এস কে আলাউদ্দিন, জি এম রিপন, জসীম উদ্দীন, সোহেল আহমেদ, রুকন আহমদ, স্বপন আহমদ, মোয়াজ্জেম আহমেদ, ফয়ছল আহমদ, শেখ এমরান উল্ল্যা, বদরুজ্জামান, ইমামুল হাসান ও খালেদ আহমেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফয়ছল আহমেদ চৌধুরী।
বক্তারা বলেন, বাংলা বর্ষবরণ আমাদের সংস্কৃতির একটা অঙ্গ। দেশীয় সংস্কৃতির প্রচার প্রসারে দেশে বিদেশে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেস করে ননতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি পরিচিত করতে হবে।
পরে পান্তা ইলিশে উপস্হিত সকলকে আপ্যায়ন করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই