স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলতি আসরে শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুকি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস। ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন।
আসের পয়েন্ট টেবিলের ফের শীর্ষে গম্ভিরের কলকাতা। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩০৫ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক কেকেআর অধিনায়ক। অপরদিকে পয়েন্টি টেবিলের তলানিতে রয়েছে জহির খানের দিল্লি। ৬ ম্যাচে তাদের জয় মাত্র দুটি।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একের পর এক ম্যাচ জিতেই চলেছে। কিন্তু বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার একাদশে সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে! আজ নিজেদের নবম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে গৌতম গম্ভীরের দল। আজ একাদশে সুযোগ পাবেন সাকিব?
পাঁচ ম্যাচ বেঞ্চে বসে কাটানোর পর কলকাতার ষষ্ঠ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলেছিলেন সাকিব। ওই ম্যাচে সাকিব শেষ বলে ব্যাট করতে নেমে ১ রানে অপরাজিত ছিলেন। তিন ওভার বল করে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
পরের দুই ম্যাচে আবার একাদশে উপেক্ষিত থাকেন সাকিব। টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার আজও উপেক্ষিত থাকবেন নাকি সুযোগ পাবেন, সেটা জানা যাবে কয়েক ঘণ্টা পর। দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ।
কলকাতা সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভির, সুনিল নারাইন, রবিন উথাপ্পা, মনিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ইশংক জগ্বী, কলিন দ্য গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, নাথান কোল্টার-নিল/ সাকিব আল হাসান, উমেশ যাদব, কুলদীপ যাদব।
দিল্লি সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, স্যাম বিলিংস, করুণ নায়ার, শ্রেয়াস আইয়ার, ঋশব পান্ত, কোরি এন্ডারসন, ক্রিস মরিস, প্যাট কামিন্স, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, জহির খান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই