অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ঘটেছে এ ঘটনা। সেখানে ভয়াবহ দাবানলের শিকার হচ্ছে কোয়ালারা। আগুনে তাদের আবাসস্থল পুড়ে যেতে থাকায় শত শত কোয়ালা মারা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে কিছু কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এই বিপদগ্রস্ত কোয়ালাদের বাঁচানোর চেষ্টা করছেন। ওই নারীর কোয়ালা বাঁচানোর দৃশ্যর ভিডিও দিয়েছে বিবিসি।
তাতে দেখা গেছে, এক নারী সাদা টি-শার্ট দিয়ে একটি কোয়ালাকে জড়িয়ে আগুনের হাত থেকে বাঁচাতে ছুটে যাচ্ছেন। আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর তিনি কোয়ালাটিকে পানি পান করান। আগুনে ঝলসে গিয়ে যন্ত্রণায় অস্থির ওই কোয়ালাটির গায়েও কিছুটা পানি ঢালেন তিনি।
এরপর আরেকজনকে দেখা যায় একটি কম্বল নিয়ে এসে কোয়ালাটিকে জড়িয়ে নিতে। তারপর সেটিকে পোর্ট ম্যাকোয়ারির কোয়ালা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাণীটির চিকিৎসা চলছে।
সূত্র, বিডিনিউজ২৪