তিন মাসের মাথায় আবারও আইসিসির সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর ফলে আগামী জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং পরবর্তীতে আইসিসি সুপার লিগে অংশগ্রহণে আর কোন বাধা থাকছে না আফ্রিকার দেশটির। জিম্বাবুয়ের পাশাপাশি শর্তসাপেক্ষে নিজেদের সদস্যপদ ফিরে পেয়েছে নেপালও।
পূর্ণ সদস্য দেশ হিসেবে বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের বিধান রয়েছে। জিম্বাবুয়ে তা ভাঙায় গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় স্থগিত করা হয়েছিল দেশটির সদস্যপদ।
নিষেধাজ্ঞার ফলে জিম্বাবুয়ের ক্রিকেটে আইসিসির সব ধরনের অনুদান বন্ধ ছিল। আইসিসির কোনো ইভেন্টে অংশ নেওয়ার অনুমতিও ছিল না দেশটির।
সূত্র, বিডিনিউজ২৪.কম