চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, সরকার সারা দেশে জঙ্গী বিরুধী অভিযান অব্যাহত রেখেছে। অচিরেই সরকার দেশ থেকে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ নিমূল করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখনই আর্ন্তজাতিকচক্র ও বিএনপি-জামায়াতের ছত্র-ছায়ায় একটি জঙ্গী গোষ্টি দেশকে অচল করার পাঁয়তারা করছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় ছাতকের পাবলিক খেলার মাঠে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দেশের মানুষ সন্ত্রাসবাদকে রুখে দাঁড়াবে। যারা ইহুদী দেশ ইসরাইলের সাথে আতাঁত করে সরকার পতনের অপচেষ্টা করছে তারা ইসলামের শক্রু। ইসলামে জঙ্গিবাদের কোন ঠাই নেই। ২০১৫সালে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা আন্দোলনের নামে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। অসংখ্য গাড়ী-ট্রেনের বগি জ্বালিয়ে দিয়েছে। তাই দল-মত নির্বিশেষে সবাইকে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান তিনি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিুকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন করের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাদব রায়। এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন রশিদ চৌধুরী, ছাতক পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী, বিজিবি ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমদ, র্যব-৯ এর সুনামগঞ্জ অধিনায়ক কাজি মনিরুজ্জামান।
এর আগে মন্ত্রী ছাতকের সুরমা নদীর তীরে অবস্থিত পুরাতন কাষ্টমস ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে ‘ছাতক নদী’ বন্দর স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করে বলেন, চলতি বছরেই এখানে পূর্ণাঙ্গ নদী বন্দর স্থাপনের কাজ শুরু হবে। সুরমা নদী ড্রেজিং, টার্মিনাল নির্মানসহ পল্টুন স্থাপন করার ঘোষনা প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা আ’লীগের সভাপতি আবরু মিয়া তালুকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, এসিল্যান্ড শেখ হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, অদুদ আলম, শাহাব উদ্দিন সাহেল, দেওয়ান আব্দুল খালিক রাজা, প্যানেল মেয়র তাপস চৌধুরী, হাজি নূর উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি, আ’লীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, সোহাগ আহমদ, মাহির আহমদ চৌধুরী, নাজমুল ইসলাম, শামীম আহমদ তালুকদার, ফয়জুল হক ফজল, পৌরসভার সকল কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ছাত্র, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।