আ,হ,জুবেদঃ ৩ যুগেরও বেশি সময়ের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিশিষ্ট সংগঠক মনির হোসেন মন্টু।
বিশিষ্ট এই সংগঠকের স্বদেশ গমন উপলক্ষে বৃহত্তর ঢাকা সমিতি কুয়েতের উদ্যোগে গতকাল ৫ ডিসেম্বর ২০১৭ইং রোজ মঙ্গলবার রাত ৯টায় কুয়েত সিটির প্লাজা হোটেলের বলরুমে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ ইসমাইল ও একে আজাদ নূরের যৌথ সঞ্চালনায় ও রবিউল আলম রবির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম, আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি মনির হুসেন মন্টু, চুন্নু মোল্লা, আব্দুর রউফ মাওলা, রফিকুল ইসলাম ভুলু, হযরত আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ইলেক্ট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা সহ সকল শ্রেণী পেশার কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
উল্লেখ্য,চ্যানেল আই এর ২০০৯- সেরাকন্ঠ প্রতিযোগিতায় জয়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের পিতা বিশিষ্ট সংগঠক মনির হোসেন মন্টু কুয়েতের প্রায় তিন যুগেরও বেশি সময় এর প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে।