ঢাকা: সিলেটে ছাত্রলীগ নেতার কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের দুই হাতে অস্ত্রোপচার করা হতে পারে। অস্ত্রোপচারের ব্যাপারে রোববার (১৬ অক্টোবর) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রাথমিকভাবে সোমবার (১৭ অক্টোবর) এই অস্ত্রোপচার হতে পারে বলে জানা যায়।
নার্গিসের মামা আব্দুল বাসেত অগ্রদৃষ্টিকে বলেন, সোমবার হাতে অস্ত্রোপচার করা হতে পারে। তবে এটি করতে গেলে অচেতন করতে হবে। অচেতন করলে যদি আবার কোনো সমস্যা হয়, সে ব্যাপারে চিকিৎসকরা চিন্তায় রয়েছেন।
তিনি বলেন, অস্ত্রোপচারের ব্যাপরে চিকিৎকরা আমাদের মতামত জানতে চান। রোববার পরীক্ষার পর চিকিৎসকরা যদি মনে করেন যে অস্ত্রোপচার করলে সমস্যা হওয়ার আশঙ্কা কম তাহলে সোমবার অস্ত্রোপচার করা হবে।
তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন- নার্গিসকে ডাক দিলে চোখ মেলে তাকায়। কিন্তু এখনও কথা বলতে পারে না।