অগ্রদৃষ্টি স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত হেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর একে একে আঘাত হানেন তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজুর রহমান একাই প্রোটিয়া শিবিরের ব্যাটিং স্তম্ভ হাশিম আমলাকে ১৩ রানে, জে পি ডুমিনি ও ডি কককে শূন্য রানে সাজঘরে ফেরান।
টসে জিতে এ ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ৭৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২২৪ রান। উইকেটে রয়েছেন বাভুমা ও শূন্য রানে ফিলান্ডার ।
এর আগে ৪৮তম ওভারের প্রথম বলে সাকিবের ঘূর্ণিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন সফরকারীদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডু প্লেসিস (৪৮)। এর ঠিক আগের ওভারেই তাইজুল ইসলামের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে তালুবন্দি হন উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার (৪৭)। ম্যাচের প্রথম ইনিংসের ১৪তম ওভারে লিটন দাশকে ক্যাচ দিয়ে উদ্বোধনী ব্যাটসম্যান স্টিয়ান ভ্যান জিলকে সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেন ফন জিল ও ডেন এলগার। জুটি ভাঙে ৫৮ রানে। ১৪তম ওভারে মাহমুদউল্লাহর চতুর্থ বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টিয়ান ফন জিল (৩৪)।
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২৮ ওভারে এক উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে।
মঙ্গলবার সকালে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
এ ম্যাচের মধ্য দিয়ে টেস্টে অভিষেক হল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। তবে একাদশে জায়গা হয়নি সৌম্য সরকার, নাসির হোসেন ও রুবেল হোসেনের।
অন্যদিকে সফরকারী দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন রিজা হেনড্রিকস, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা এবং ড্যান ভিলাস।
সফরে বাংলাদেশের কাছে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে সব টেস্টেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ শহীদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিলান্ডার, সিমন হারমার, মরনে মরকেল, ডেল স্টেইন ও টেমবা বাভুমা।