মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩৪) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হোসেন সাংবাদিকদের বলেন, দুপুরে মাথিউড়া চা বাগানের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে চা
শ্রমিকরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার
সদর হাসপাতাল মর্গে পাঠায়।