নূরুল ইসলাম, মৌলভীবাজার:: প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর শুন্য স্থান পুরণ করবেন কে। কে পাচ্ছেন মর্যাদাপুর্ণ মৌলভীবাজার-৩ আসনে উপনির্বাচনে আ’লীগের মনোনয়ন? এ নিয়ে মাঠ পর্যায়ে চলছে জোর আলোচনা। উপনির্বাচন কেন্দ্রিক মৌলভীবাজারের রাজনৈতিক ময়দান সরগরম হতে শুরু করেছে। মৌলভীবাজারে উপনির্বাচনে প্রার্থী তালিকা দীর্ঘ হলেও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলের মনোনীত প্রার্থী হবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ।
প্রার্থীদের তালিকা যতই দীর্ঘ হউক শেষ পর্যন্ত দল থেকে মনোনয়ন পেতে পারেন ত্যাগী নেতা ও দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ এমনটাই মনে করছেন জেলা পর্যয়ের প্রথম সারির নেতারাও।
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুর পর থেকে মৌলভীবাজার-৩ আসনে আ’লীগের প্রার্থী নিয়ে সরবে নিরবে চলছে নানা আলোচনা। কর্মী সাধারণের আলোচনায় সম্ভাব্য প্রার্থী তালিকায় বিশেষভাবে উচ্চারিত হচ্ছে প্রয়াত মন্ত্রীর সহধর্মীনি সৈয়দা সায়রা মহসিন ও তার মেয়ে সাবরিনা শারমিনের নাম। তাছাড়া যাদের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থান পাচ্ছে তারা হলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করীম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুক্তরাজ্য আ’লীগ নেতা এম এ রহিম শহীদ ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। সাবেক রাষ্ট্রদূত মৌলভীবাজারের কৃতি সন্তান গিয়াস উদ্দিন মনিও শেষ পর্যন্ত প্রার্থী হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানায় অনেকে।
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে মৌলভীবাজার-৩ আসন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সৈয়দ মহসিন আলী ৪ দলীয় জোট প্রার্থী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (বর্তমানে প্রয়াত) কে প্রায় ৩৩ হাজার ভোটে পরাজিত করে সৈয়দ মহসিন আলী বিজয়ী হয়ে আ’লীগের হারানো গৌরব পুনরুদ্ধার করেছিলেন। এর আগে এ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী। পারিবারিক ঐতিহ্যের কারনে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনই এ আসনে জন্য সময়ের বিবেচনায় যোগ্য প্রার্থী এমন কথা জানালেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।
সদর উপজেলার খলিলপুর ইউপি সদস্য আশরাফ আলী খান মেম্বার প্রসঙ্গক্রমে বলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর দেশের প্রতি, জনগণের প্রতি মমত্ববোধ ও দলের প্রতি প্রতিশ্র“তিশীল বীর মুক্তিযোদ্ধার কথা বিবেচনা করে তার স্ত্রী কিংবা পিতা হারানো মেয়েকে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা তাদের কাউকে উপনির্বাচনে মনোনয়ন দিলে মরহুম নেতার বিদেহী আত্মা শান্তি পাবে ।
অপর একটি সুত্র জানায় ১৯৯৮ সালে জেলা আ’লীগের কাউন্সিল ও সম্মেলনের পর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে আ’লীগ। বিভক্তির শুরুতে সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আজিজুর রহমান ও জেলা আ’লীগ সভাপতি সৈয়দ মহসিন আলী (সদ্য প্রয়াত) দুইভাগে বিভক্ত ছিল জেলা আ’লীগ। পরবর্তীতে আজিজুর রহমান রাজনীতিতে কিছুটা নিস্ক্রিয় হয়ে গেলে এই গ্র“পের নিয়ন্ত্রণ গ্রহন করেন সাবেক চিফ হুইপ, বর্তমান জেলা সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ। বর্ষীয়াণ এ নেতা, তিন বারের সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান এ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেলে জেলা আ’লীগের গ্র“পিংয়ের অবসান হতে পারে।
জেলা আ’লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ ছাত্রলীগ,যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক থেকে কাউন্সিলরদের ভোটে ২০০৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি সবার কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এই সব কথা জানালেন তৃণমূল নেতা-কর্মীরা।
জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মোবাইল ফোনে বলেন ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিলেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর নির্দেশে এবং সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মনোনয়নপত্র প্রত্যাহার করি। এবার উপনির্বাচনে দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবো।
অপরদিকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন ফেসবুকের আবেগময়ী স্ট্যাটাসে লিখেছেন বাবা তোমার পরিচিতমহলে আমাকে পরিচয় দিতে ছেলে বলে। সে আমি তোমার স্বপ্ন পুরণে তোমার ভালবাসার মানুষের পাশে দাড়িয়ে মানব সেবায় দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এ ধরণের স্ট্যাটাস দেওয়ার পর থেকে তাকে ঘিরে নির্বাচনি এলাকার মানুষের জল্পনা কল্পনা শুরু হয়েছে। মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসিন আলীর স্বপ্ন পুরণ ও জনকল্যাণে মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তাঁর ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় নতুন জল্পনা কল্পনার সৃষ্টি করেছে। মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রাপ্তির দৌঁড়ে সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন হাফ ডজনের বেশী নেতা। সাধারণ মানুষের আলোচনায় গুরুত্বের সাথে স্থান পাচ্ছে একটি নাম। তিনি হলেন সদ্য প্রয়াত মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে মৌলভীবাজার-৩ আসনটি শুন্য। ২০১৪ সালের ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে সৈয়দ মহসিন আলী বিনা প্রতিদ্বন্ধিতায় দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।