সেবাই ধর্ম,সেবাই কর্ম,এই শ্লোগানকে সামনে রেখে সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে কাজ
করে যাচ্ছে অগ্রদৃষ্টি পরিবার।এরই ধারাবাহিকতায় অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের আয়োজনে ষষ্ঠতম ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
আজ ১ জুন ২০১৭ইং রোজ বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার খুশহাল পুর গ্রামের বাজার মার্কটে যুক্তরাজ্য প্রবাসী মোঃ বাবুল আহমেদের অর্থায়নে অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের পরিচালনায় ষষ্ঠতম মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা বিষয়ক পরার্মশ,চিকিৎসা সেবা
এবংবিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়।
দুপুর ১২টা থেকে শুরু করে বিকাল ৬টা পর্যন্ত বিরামহীন ভাবে চলে এই চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ।
বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ বাবুল মিয়ার অর্থায়নে এবং অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের পরিচালক আ,হ জুবেদের সঞ্চালনায়
চিকিৎসা বিষয়ক পরার্মশ ও চিকিৎসা সেবা প্রদান করেন,বিশিষ্ট লেখক ও চিকিৎসক ডাঃ ফারহানা মোবিন,রেসিডেন্ট মেডিকেল অফিসার এম.বি.বি.এস(ডি.ইউ) ঢাকা বোর্ড,এম.পি.এইচ.এপিডেমিওলজি-থিসিস স্কয়ার হাসপাতাল ও ডায়াবেটোলোজি বারডেম হাসপাতাল
ঢাকা এবং সহযোগী ডাক্তার হিসেবে ছিলেন,ডাঃ পরিতোষ দাশ গুপ্ত।
অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের সর্বাত্মক সহযোগীতায় চিকিৎসা বিষয়ক পরার্মশ ও চিকিৎসা সেবা এবং চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন,তরুণ
সংগঠক ও সমাজ সেবক রুমেল আহমদ পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন খুশহাল পুর ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম ময়নুল প্রমুখ।
চিকিৎসা ক্যাম্পিং এ আরো উপস্থিত ছিলেন, শিক্ষা অনুরাগী রোখসানা ইসলাম রুনা,সাংবাদিক বদরুল আলম চৌধুরী,আবেদ আলী,ইমন আহমদ,তুহিন আহমেদ, টিপু আহমেদ, নাজমুল আহমেদ সহ উক্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা।
উল্লেখ্য যে, চিকিৎসা বিষয়ক পরার্মশ ও চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ ক্যাম্পে খুশহাল পুর ও তার আশপাশ এলাকার ,শিশু,নারী,পুরুষসহ প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।