খেলাধুলা ডেস্ক : মেলবোর্ন টেস্টে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে চতুর্থ দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১০৩ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। অধিনায়ক স্টিভ স্মিথ ২৫ ও ডেভিড ওয়ার্নার অপরাজিত আছেন ৪০ রানে।
এর আগে দিনের প্রথম বলে অ্যান্ডারসন ফিরলে ৪৯১ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ২৪৪ রানে অপরাজিত থেকে ব্যাট ক্যারি করার গৌরব অর্জন করেন অ্যালিস্টার কুক। ১৬৪ রানে পিছিয়ে ২য় ইনিংসে ভাল শুরু করেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও ব্যানক্রফট।
২৭ রান করে ওকসের বলে বোল্ড হয়ে ফিরেছেন ব্যানক্রফট। আর অ্যান্ডারসনের বলে উইকেটের পিছনে ধরা পড়েছেন ১১ রান করা খাজা।