ঢাকা: ২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, মেহমান-প্রিয় বাংলাদেশের মাটিতে দুই বিদেশি নাগরিকের হত্যা ক্ষমতাসীনদের ক্ষমাহীন অপরাধ। সরকারের কাছে অনুরোধ হত্যা তদন্তকে নিজস্ব নিয়মে স্বাধীনভাবে চলতে দিন। চিহ্নিত এজেন্ট ও ভিনদেশী প্রেসক্রিপশনের ফাঁদে পা দেবেন না। প্রধান আরো বলেন, দেশবাসীর জিজ্ঞাসা বাংলাদেশের মাটিতে ক্রিকেট যুদ্ধে নির্মমভাবে পরাজিত ভারত কি বদলা নেবার নেশায় আছে? আজ শনিবার আসাদ গেট জিইউপি মিলনায়তনে দুই বিদেশী নাগরিক হত্যার প্রতিবাদে যুব জাগপা আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন প্রধান।
যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফায়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিনের পরিচালনায় যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব জাগপার সহ-সভাপতি সাইদুজ্জামান কবির, নাজমুল হুদা, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুয়েল, আরিফুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ রহমান, যুবনেতা রাশেদুল ইসলাম, মোঃ শাহীন, নগর সভাপতি খোরশেদ আলম সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফেরদৌস, মোঃ বিপুল, সাবিউদ্দিন সাবু প্রমুখ। প্রধান আরো বলেন, এই নির্মম সত্য মেনে নেওয়া ভালো যে, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনকে দেশবাসী ও তামাম দুনিয়া মেনে নেয় নাই। তিনি বলেন, প্রতিহিংসা-ঘৃণা, দোষারোপের রাজনীতি আমাদের কিছুই দেবে না। এই অবস্থা চলতে থাকলে পরাজিত হবে রাষ্ট্র।
জেল-জুলুম, হামলা-মামলা বন্ধ করে তিনি বেগম খালেদা জিয়ার সাথে আলোচনায় বসার জন্য সরকারকে পরামর্শ দেন। এদিকে আজ সকালে মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবমুখী বিক্ষোভ মিছিলে অংশ নেন জাগপা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, সহ-সভাপতি নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফারুকী প্রমুখ।