খেলাধুলা ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ওয়ার্নাররা।
এর আগে টসে জিতে কোলকাতেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সফরকারী দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুরুটা তেমন ভাল হল না। পঞ্জাব ম্যাচে নারিন ফাটকা যে ভাবে কাজে লেগে গিয়েছিল হায়দরাবাদ ম্যাচে সেটা লাগল না। মাত্র ৬ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান তিনি। ১৫ রানে আউট হন আর এক ওপেনার অধিনায়ক গৌতম গম্ভীর। দুই ওপেনার ভরসা দিতে না পারলেও কেকেআর ব্যাটিংয়ের হাল ধরেন রবিন উথাপ্পা ও মনীশ পাণ্ড্য। ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন উথাপ্পা। মনীশের রান ৪৬। এই দু’জন আউট হতে ব্যাট হাতে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫ বলে ২১ রান করে কলকাতার ইনিংসকে সচল রাখেন ইউসুফ পঠান। অপরাজিতও থাকেন তিনি।
সূর্যকুমার যাদব চার ও গ্র্যান্ডহোম কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। নির্ধারিত ওভারে কলকাতার ইনিংস শেষ হয় ১৭২/৬এ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। ফলে ১৭ রানের জয় পায় নাইট রাইডার্স। হায়দরাবাদের হয়ে ১৬ বলে সর্বোচ্চ ২৬ রান আসে যুবরাজ সিংয়ের ব্যাট থেকে। যদিও অধিনায়ক ওয়ার্নারও ২৬ রান করেন তবে বল খেলেছেন ৩০টি।
আর কোলকাতার হয়ে ক্রিস উকস পেয়েছেন সর্বোচ্চ ২ উইকেট।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই