খেলাধুলা ডেস্ক : মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি আরেকটি দারুণ জয় পেয়েছে। এদিনসন কাভানির জোড়া গোলে ফরাসি লিগে নঁতকে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির দল।
শনিবার ঘরের মাঠে লিগ ওয়ানে নঁতকে ৪-১ গোলে হারায় পিএসজি। স্বাগতিকদের অপর দুই গোলদাতা আর্জেন্টিনার দুই খেলোয়াড় আনহেল দি মারিয়া ও হাভিয়ের পাস্তোরে।
লিগে এই ম্যাচের আগ পর্যন্ত তৃতীয় সর্বনিম্ন গোল খাওয়া নঁতের রক্ষণে ম্যাচের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে পিএসজি। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধের শেষদিকে চার মিনিটের ব্যবধানে দুবার বল জালে জড়ায়।
এবারের লিগে সর্বোচ্চ ১৫ গোল হলো কাভানির। ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।