নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০বছর পূর্তি ও প্রাত্তন শিক্ষার্থী পূণর্মিলনী উৎসব গতকাল শনিবার সকাল১১টায় উদযাপন করা হয়েছে। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি উল্লেখ করে বলেন প্রবাসীরা আমাদের সম্পদ। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন। তিনি দীঘলবাক উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক কলেজ হিসেবে রুপান্তরিত করার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি,সায়রা মহসিন এমপি । অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনসার খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব আজিজুল হক শিবলী, অতিরিক্ত শিক্ষা সচিব বনমালী ভৌমিক, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা.মুশফিক হোসেন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ড. আতফুল হাই শিবলী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লুতফুল হাই জামী,
হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল
আলম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর ড. মো. আব্বাস উদ্দিন প্রমুখ। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী পূনর্মিলন উৎসবের।