এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ মানবাধিকার ও সুশাসন সংস্থা ডেমক্রেসিওয়াচের উদ্যেগে রোকেয়া দিবস পালিত হয়েছে। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এই দিনে দেশে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।
বুধবার বিকাল ৩:৩০ মিনিটে ডেমক্রেসিওয়াচের হল রুমে রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ডেমক্রেসিওয়াসের নির্বাহী পরিচালক তালেহা রেহমান।
রাফায়েতা আরার পরিচালনায় আলোচনা সভায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী পড়ে শুনান ফয়সাল মোস্তাফিজুর রহমান। বিভিন্ন সংগঠনের প্রতিনিধি গণ আলোচন সভায় অংশগ্রহন করেন এবং তাদের মতামত তুলে ধরেন।
ডেমক্রেসিওয়াসের নির্বাহী পরিচালক তালেহা রেহমান বলেন, বেগম রোকেয়া শুধু একটি নাম নয়। তিনি ছিলেন নারী শিক্ষার একটি প্রতিষ্ঠান। ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে বেগম রোকেয়া নারী জাতির মধ্যে ছড়িয়ে দেন শিক্ষার আলো। তিনি তাঁর ক্ষুরধার লেখনির মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হানেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে পশ্চাৎপদ নারী সমাজকে আলোর পথ দেখান।
তিনি আরো বলেন, নারী অধিকারকে মানবাধিকার হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। একটি দেশ ছাড়া আর বিশ্বের কোন দেশে নারীরা এখনো পুরুষের সমপর্যায়ে আসতে পারেনি। নারী নির্যাতনের প্রতিবাদী প্রতীক হিসাবে নারীদেরকে প্রতি মাসের ২৫ তারিখ কমলা রং এর শাড়ী পরার আহ্বান জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই