খেলাধুলা ডেস্ক : শীর্ষে থেকেই শেষ হয়েছিল লিগ-পর্ব। সেই সুবাদে শেষ চারের লড়াই শুরুর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেই আসরের সবচেয়ে শক্তিশালী দল বলে অবহিত করছিলেন অনেকে। সেই তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্সই শুক্রবার (৮ ডিসেম্বর) সাকিবের ঢাকা ডায়নামাইটসের কাছে বড় ব্যবধানে হেরে হাতছাড়া করেছে এক ম্যাচ খেলেই ফাইনালে যাওয়ার সুযোগ। স্বপ্নের ফাইনালে দ্বিতীয়বারের মতো পা রাখতে এখন দলটিকে মুখোমুখি হতে হবে মাশরাফির রংপুর রাইডার্সের, যারা একইদিনে প্রথম ম্যাচে জয় পেয়েছিল খুলনা টাইটান্সের বিপক্ষে।
১২ ম্যাচে ৯ জয়। ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিলো তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে লিগ পর্বের ইতিহাসে এমন পারফরম্যান্স নেই কারো।
শীর্ষস্থানে থেকে কোয়ালিফাইং রাউন্ডে নাম লিখায় বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা। ব্যাট-বলের অসাধারণ পারফরম্যান্সে তারা শীর্ষে থাকবে এটা বোঝাই যাচ্ছিল। সবথেকে বড় কথা দলটির ধারাবাহিকতা ছিল ঈর্শ্বনীয়। কিন্তু সেই দলটি কোয়ালিফাইংয়ে ‘অদ্ভুতুরে’ এক পরাজয়ের স্বাদ পেল।
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ফ্লপ তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বোলিংয়ে মাথা তুলে দুই-একজন দাঁড়ালেও ব্যাটিংয়ে দলটি ছিল ছন্নছড়া। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা খেলল ঢাকার মতোই। তামিমের কুমিল্লাকে এক মুহূর্তের জন্য ম্যাচে কোমড় সোজা করে দাঁড়াতে দেয়নি সাকিবের ঢাকা ডায়নামাইট।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে হাড্ডা হাড্ডি লড়াইয়ে। কারন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাবেক অধিনায়ক ছিলো মাশরাফি বিন মর্তুজা আরে সেই ম্যাস এবার নেতৃত দিচ্ছে রংপুর রাইডার্সকে।
রবিবার (১০ ডিসেম্বর) দুপর ১টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে যে জিতবে সে চলে যাবে ফাইনালে। তার সাথে সাকিবের ঢাকা খেলবে ফাইনাল।