ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের ব্র্যান্ড এ্যাম্বাসিডর হলেন বাহ্মনবাড়িয়ার মেয়ে ইসরাত বারী তৃণা। এই ক্লাবের উদ্যেগে ২০২০ জন তরুন উদ্দ্যোক্তা নিয়ে ২০২০ সালে শুরু হতে যাচ্ছে উদ্দ্যোক্তা সম্মেলন – ২০২০।
চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের উদ্দেশ্যে হলো তরুন প্রজন্মকে উদ্দ্যোক্তা হতে অনুপ্রানিত করা। তরুন প্রজন্মকে হাতে কলমে শিখানো এক্সপোর্ট ডিজিটাল মার্কেটিং। সম্মেলন টি আগামী ২৪শে জানুয়ারি, ২০২০ ধানমন্ডির ম্যারিয়ট কনভোকেশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
এই মহত উদ্দ্যোগ কে সামনে চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব তাদের ব্র্যান্ড এ্যাম্বাসিডর হিসেবে তরুন উদ্দ্যোক্তা ইসরাত বারী তৃণা নির্বাচন করেছে। বাহ্মনবাড়িয়ার মেয়ে ইসরাত বারী তৃণা চীনের গুয়াংজুতে জিনান মেডিকেল কলেজ ৫ম বর্ষে অধ্যয়নরত।
তৃণা জানান, উদ্যোক্তা হতে পকেট ভর্তি টাকা লাগে না। বরং লাগে উদ্যম ইচ্ছাশক্তি, মেধা ও শ্রম। চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব এটা তরুনদের মধ্যে জানাতে চায়, তাদের শিখাতে চায়। এমন একটি উদ্যোগে চীনসহ বাংলাদেশের তরুনদের ব্যবসায়িক দিকে আগ্রহ বাড়বে বলেও তিনি জানান।