
কুয়েতে বাংলাদেশ কমিউনিটির জাহরা শাখা কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) কুয়েতের জাহরা এলাকার এক রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী।

আয়োজক সংগঠনের সদস্য সচিব কামরুজ্জামান টিটো ও ইসমাইল হোসেন হাওলাদারের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, আব্দুর রাজ্জাক ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন,কামাল হোসেন,বিলাল উদ্দিন প্রমুখ।
বক্তব্য রাখেন,মজিবুর রহমান খোকন,ইব্রাহিম হোসেন,মোঃ দুলাল হোসেন,আবদুল আলীম,শাহ আলম হাওলাদার, মানিক কুন্ডু,নূরউদ্দিন,জাকির হোসেন রতন,মশিউর রহমান সোহাগ, বেল্লাল হোসেন,গোলাম কিবরিয়া,শহিদ,আলীম, মানিক,নূরউদ্দিনসহ আরো অনেকে।

আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নানা ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, জাহরা শাখা কমিটি গঠনের উদ্দেশ্যে আজ এ এলাকায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চয় প্রশংসার দাবি রাখে। আগামীতে কুয়েতের প্রত্যন্ত অঞ্চলে শাখা কমিটি গঠন করা সম্ভব হলে,প্রবাসীদের স্বার্থে কল্যাণমুখী কাজ আরো সহজতর হবে বলে আশা প্রকাশ করেন মুরাদুল হক।