মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ডি ভিলিয়ার্স করেছিলেন ১১৯ রান। আর এ রান করতে তিনি ৬১ বলের ইনিংসটিতে ছক্কা মেরেছেন ১১টি, চার মাত্র ৩টি! এ ম্যাচেই আফ্রিদির ছক্কার একটি রেকর্ড নিজের করে নিলেন ডি ভিলিয়ার্স।
এতোদিন ওয়ানডেতে এক বছরে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি ছিল শহীদ আফ্রিদির। ২০০২-এ পাকিস্তানি অলরাউন্ডার ৩৭ ম্যাচে ছক্কা মেরেছিলেন ৪৮টি। ১৩ বছর পর আফ্রিদির রেকর্ডটি ভাঙলেন ডি ভিলিয়ার্স।
চলতি বছর এখনো পর্যন্ত ২০ ম্যাচে এবি ছক্কা মেরেছেন ৫৮টি। গত পরশু ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কের ছক্কা ছিল ৪৭টি। আফ্রিদিকে ছাড়িয়ে যেতে লাগত মাত্র ২টি। মারলেন ১১টি!
ক্যারিয়ারে সর্বমোট ছক্কার রেকর্ডও অবশ্য আফ্যিদির দখলে। আর এটি ভাঙতে হলে ভিলিয়ার্সকে পাড়ি দিতে হবে বহু পথ।
ওয়ানডেতে আফ্রিদির সর্বমোট ছক্কা ৩৫১টি। সেটি ছাড়াতে ৩১ বছর বয়সী ডি ভিলিয়ার্সকে এখনো মারতে হবে ১৭০টি।